আমার আমি

আমি (নভেম্বর ২০১৩)

জান্নাতুল ফেরদৌস
  • ১৪৯
আমার আমিটাকে নিয়ে আমার অপেক্ষা,
কবে আবার আমি আমাকে নিয়ে মেতে উঠবো,
মেতে উঠবো প্রাণের খেলায়-
সবুজ পাহাড়ে কিংবা বালুকাবেলায়।
কবে আমার হারানো ‘আমি’ খুঁজে পাবে ঠিকানা,
আমার অপেক্ষা।

দিনগুলো এখনো পুরনো নয়, স্মৃতিগুলোও স্পষ্ট,
এতটাই যে সেগুলোর ভিড়ে আর কিছুই দেখিনা।
দেখিনা চোখের সামনে দিয়ে উড়ে যাওয়া গাঙচীল,
অথবা আমার বাগানে ফুটে উঠা কালো গোলাপটি।
চোখের সামনে শুধু ভেসে থাকে একটাই ছবি,
আমার আমি, সেই আমি।

এই আমিটাকে পাওয়ার জন্য আমার রাত জাগা,
নিজের কাছে আশ্রয় পেতে আমার এতো প্রচেষ্টা।
আমার আমিটা এখন আর তেমনটি নেই,
যেমন ছিলো প্রথম বৃষ্টির দিন,
কিংবা পাহাড়চূড়ায় রৌদ্রস্নানের দিন
তেমনটি নেই, যেমন ছিলো প্রতিটা দিন।

সেই সময়টি নেই আর, আছে শুধু অপেক্ষা।
আমার আমাকে খুঁজে পাওয়ার তীব্র ইচ্ছা,
আছে অচেনা আমাকে নিয়ে বেচেঁ থাকা।
সেই আমাকে খুঁজে পেতে আজো শিশুর মতো কাঁদি,
অবুঝ চোখে চেয়ে থাকি চাতকের মতো ভবিষ্যতে।

আমার আর্তনাদ আমাকে পেতে,
প্রতিটি অপেক্ষা স্মৃতি হয়ে যাওয়া আমার জন্য।
ভোর হয় হারানো নিজেকে দেখার প্রত্যাশায়
কখনো ঘুমের মাঝে শব্দ করে কেঁদে উঠি
যেন চিৎকার দিয়ে ডেকে উঠলো,
আমার আমি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জায়েদ রশীদ আমার আমিকে নিয়ে দারুন সাজিয়েছেন বিষয়বস্তু। আর একে অলংকৃত করেছে সুখস্মৃতি রোমন্থন।
মনতোষ চন্দ্র দাশ খুব ভাল লেগেছে। শুভেচ্ছা রইল ভাল থাকেবন।
মিলন বনিক চমত্কার কবিতা...নিজেকে খুঁজে পেতে কি অসাধারণ শব্ধ চয়ন...খুব ভালো লাগলো...
মাহমুদা rahman আরো এগিয়ে যেতে হবে আমাদের
হোসেন মোশাররফ 'আমার অপেক্ষা ...'কামনা করি অপেক্ষার অবসান হউক.....ভাল লাগল....
মোঃ আরিফুর রহমান বেশ ভালো লাগলো।
ইব্রাহীম রাসেল ভালো লিখেছেন। ভালো লাগলো। শুভ কামনা থাকল।
এফ, আই , জুয়েল # কবিতা সুন্দর । এর নাম ও চলার গতিটাও বেশ মনোরম হয়েছে ।।

০৯ অক্টোবর - ২০১৩ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫